#

চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশে আসতে পারেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা। বাফুফে গতকাল জানিয়েছে ম্যারাডোনা বাংলাদেশে আসবেন। কবে আসবেন সেটি নিশ্চিত নয়। তবে ২০২০ সালেই বাংলাদেশে আসতে পারেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি তারকা।

ম্যারাডোনার বাংলাদেশে আসার ব্যাপারে গতকাল বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ঘোষণা দিয়েছেন। সালাহউদ্দিন বলেন, ‘আমরা কথা বলছি ম্যারাডোনকে আনার জন্য। তাকে (ম্যারাডোনা) আনতে তার টাইমিংয়ের ব্যাপার রয়েছে। তার চেয়েও সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে পারবেন কি না। প্রধানমন্ত্রীর ব্যস্ততাও রয়েছে। আমার কাছে আমাদের প্রধানমন্ত্রীর গুরুত্ব বেশি।’

বাফুফে সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের জন্য নয়, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ম্যারাডোনাকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যারাডোনা যখন আসতে চাইবেন আমরা তাকে আনব। যদিও বলা হচ্ছে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের দিন ম্যারাডোনাকে ঢাকায় আনা যায় কি না। আমি তো আগেই বলেছি এটা তার (ম্যারাডোনা) টাইমিংয়ের ওপর নির্ভর করে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিনে প্রধানমন্ত্রীর ব্যস্ততা থাকবে। তার গুরুত্ব আমার কাছে বেশি।’

ম্যারাডোনাকে ঢাকায় আনার বিষয়টি এখনো প্রাথমিকপর্যায়ে। বাফুফে মাত্রই উদ্যোগ নিয়েছে। ম্যারাডোনার এজেন্টের সঙ্গে কথাও বলেছে। তবে সেখান থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বাফুফে মনে করছে পজিটিভ সিদ্ধান্ত পাওয়া যাবে। ম্যারাডোনাকে ঢাকায় আনার ব্যাপারে সরকার থেকেও সহযোগিতা নেওয়া হবে।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন