বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে আবারো মিয়ানমার নিজের ভূখণ্ড হিসেবে মানচিত্রে দেখানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এম দেলোয়ার হোসেন মিয়ানমারের দূতকে তলব করে এ বিষয়ে প্রতিবাদপত্র হস্তান্তর করেন।
প্রতিবাদপত্রে বলা হয়, মিয়ানমারের জনসংখ্যা দফতরের একটি সরকারি ওয়েবসাইটে যে মানচিত্রের ছবি ব্যবহার করা হয়েছে তাতে সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপসহ বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশ রয়েছে। বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে এই মানচিত্র সংশোধনের জন্য আহ্বান জানায়।
বৈঠকের পরে দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত বছরের ৬ অক্টোবর মিয়ানমার তাদের একটি সরকারি ওয়েবসাইটে একই ধরনের কাজ করেছিল। তখন আমরা তীব্র প্রতিবাদ করে ওই মানচিত্রের সংশোধনী দেওয়ার কথা বলি। বাংলাদেশের চাপের মুখে তখন তারা সেটি সংশোধন করে। এরপরেও ফেব্রুয়ারি মাসে দেশটির আরেকটি ওয়েবসাইটে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশকে নিজেদের ভূ-খণ্ডের অংশ দেখিয়েছে মিয়ানমার।