অষ্টম শ্রেণির মূল্যায়ন করবে স্ব স্ব প্রতিষ্ঠান

:
: ১ বছর আগে

চূড়ান্তভাবে বাতিল হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

জেএসসি ও জেডিসির পরিবর্তে গত বছরের মতোই বার্ষিক পরীক্ষায় বসতে হবে এ বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের। পরীক্ষা শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদ দেবে স্ব স্ব প্রতিষ্ঠান। তবে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের রেজিস্ট্রেশন করতে হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন শিক্ষাক্রমে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়ার বিধান রাখা হয়নি। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। এ কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না।