অবশেষে উদ্ধার হলো বুবলীর ফেসবুক আইডি ও পেজ

লেখক:
প্রকাশ: ৭ years ago

গত রোববার সকালে ঢাকাই ছবির চিত্রনায়িকা বুবলীর ফেসবুক আইডি ও ভেরিফাইড পেজ দু’টোই হ্যাকড হয়েছিলো। কে বা কারা হ্যাক করে ছিলো তা জানা যায়নি। তবে অবশেষে সেগুলো উদ্ধার হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন বুবলী নিজেই।

তিনি বলেন, ‘হ্যাক হওয়ার পর থেকেই পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলাম। হ্যাক হয়েছে জানার পরপরই র্যাবকে জানিয়েছিলাম। ফেসবুক টিমকেও মেইল করেছি। সবার চেষ্টায় অবশেষে আইডি আর পেইজ আমার নিয়ন্ত্রণে এসেছে।’

বুবলী আরও বলেন, ‘এই ধরনের হ্যাকিং অত্যন্ত নিন্দাজনক এবং এটা কখনই কাম্য নয়। আমার ভক্তদের ধন্যবাদ জানাই যারা বিষয়টি বুঝতে পেরেছিলেন এবং বিভ্রান্ত হননি। সেইসঙ্গে আমার সাংবাদিক ভাইবোনদের প্রতিও কৃতজ্ঞতা। আমার পেজ ও আইডিটি হ্যাক হওয়ার খবর তারা সবাইকে জানিয়ে দিয়েছিলেন বলে কোনো বিব্রতকর ঘটনা ঘটেনি।’

এদিকে বর্তমানে শাকিব খানের সঙ্গে বেশ ক’টি চলচ্চিত্রের কাজ করছেন বুবলী। সামনে আসবে আরও কিছু নতুন ছবির ঘোষণা।