 
                                            
                                                                                            
                                        
বরিশাল সিটি নির্বাচনের সময় যত কমে আসছে নির্বাচনে প্রতিদ্বান্দ্বতাকারী মেয়র প্রার্থী ও তার সমর্থক দলীয় নেতা-কর্মীরা প্রচার-প্রচারনার জন্য ছেড়ে ঘড় থেকে বাহিরে বের হয়ে এসেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র (ধানেরশীষ)মনোনিত মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার প্রতিদিনের ন্যায় আজও সারাদিন নগরী গুড়ে গুড়ে ধানের শীষ প্রতীকের মার্কার জন্য ভোট কামনা করেন তিনি সহ দলীয় লোকজন।
গনসংযোগের পাশাপাশি করে যাচ্ছেন উঠান বৈঠক। অন্যদিকে সকল প্রার্থীর মত ধানের শীষ প্রতীকের জন্য নগর জুড়ে চলছে মাইকিং।
আজ রবিবার দুপুরে নগরীতে গনসংযোগ করাকালে গনমাধ্যমকে অভিযোগ করে বলেন,নির্বাচন আচরন বিধি সর্বজন বিদিত নয়। এই সুযোগে সরকার দলীয় প্রার্থীর সমর্থক ও দলীয় কর্মীরা নির্বাচনী আচরণবিধি ভংঘ করে নগরীতে প্রচার করে যাচ্ছে,তারা বাড়তি সুযোগ নিচ্ছে।
সরোয়ার নির্বাচনের দিন প্রসাশনের নিরপেক্ষ দায়ীত্ব পালন সহ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত না হয় সে জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করছেন।
ধানের শীষের মনোনিত প্রার্থী সরোয়ার ধানের শীষের কর্মীদের সাথে নিয়ে সকালে নগরীর হাটখোলা,উত্তর আমানতগঞ্জ, স্বরোডের সোনালী আইসক্রিমের মোড়,পলাশপুর,সহ নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন।
এছাড়া ধানের শীষের পক্ষে দলীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বিরামহীন ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।