Want create site? Find Free WordPress Themes and plugins.

গ্রাম থেকে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন শুভ্র। সে এক অভাবগ্রস্ত পরিবারের ছেলে। নিজের লেখাপড়ার খরচ নিজেই জোগাড় করেন আবার গ্রামে বাবার কাছেও টাকা পাঠান। টিউশনি করে নিজের ও পরিবারের খরচ জোগাড় করতে হয় তাকে। ফুলের মতো সুন্দর নয় বরং লড়াইয়ের জীবন তার।

বিশ্ববিদ্যালয়ে মুন নামে তার একজন খুব ভালো বান্ধবী আছে। শুভ্রর কষ্ট দেখে মুনের মায়া হয়। সে শুভ্রকে সহযোগিতা করতে চায়। কিন্তু শুভ্র গরিব হলেও কিছুতেই নিজের আত্মসম্মান বির্সজন দেবে না। মুনও শুভ্রর পিছু ছাড়ে না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘টিউশনি’।

মো. ইসরাফিল আলম এমপির ছোটগল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন বিপু পাল। নাটকটিতে শুভ্র চরিত্রে অভিনয় করেছে অ্যালেন শুভ্র। আর মুন চরিত্রে অভিনয় করেছে তাসনুবা তিশা।

পিংক পার্সেপশন প্রযোজিত নাটকটি প্রযোজনা করেছেন দেওয়ান আশরাফ ও জুবায়ের রহমান। রিন নিবেদিত ‘টিউশনি’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, জুবায়ের রহমান, প্রতিভা শাওন, মুগ্ধ প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here