 মজিবর রহমান সরোয়ার
                                            
                                                মজিবর রহমান সরোয়ার                                            
                                        
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী করেছে বিএনপি। তবে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে রেখেছে।
রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। মির্জা ফখরুল জানান, সোমবার সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন তারা।
উল্লেখ্য, এ্যাড. মজিবর রহমান সরোয়ার বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রথম নির্বাচিত মেয়র হয়েছিলেন।