বরিশালে মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে কুরআন শরীফ বিতরন হাদিয়া ফাউন্ডেশনের

লেখক:
প্রকাশ: ৩ years ago

হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কুরআন শরীফ বিতরন করা হয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ৫ টি মাদ্রাসা ও এতিমখানায়৷

এতিমখানা গুলোর নামঃ-

১৷ জামিয়া মোহাম্মাদিয়া জয়রামপট্টি কওমী মাদ্রাসা ও এতিমখানা৷
২৷ পূর্ব কাসেমাবাদ তা’লীমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা।
৩৷ আল জামিয়াতুল আরাবিয়া ওসমানিয়া পাতাবুনিয়া মাদ্রাসা৷
৪৷ জামিয়া ইসলামিয়া সাতলা সাঈদিয়া মাদ্রাসা।
৫৷ কারিমীয়া কেরাতুল কুরআন মাদ্রাসা।

চাঁদপুর ফরিদগঞ্জের সমাজসেবক সংগঠন “হাদিয়া ফাউন্ডেশন”
হাদিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় বাহরাইন প্রবাসী মোহাম্মদ মহিন এবং সৌদি প্রবাসী সজিব হোসাইনের মাধ্যমে, চাঁদপুর জেলার একটি অরাজনৈতিক, অলাভজনক একটি দ্বীনি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান।

হাদিয়া ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে কুরআন শরীফ এবং ইসলামীক বই বিতরন করা৷
বিগত কয়েক মাস যাবত আমাদের  হাদিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদ্রাসা এবং এতিমখানা গুলোতে বিনামূল্যে কুরআন শরীফ এবং ইসলামীক বই বিতরন কার্যক্রম চলছে।
তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর ও ভোলা সদরে মোট ৪ টা উপজেলার ৫ টি এতিমখানায় ৭৫ জিল কুরআন শরীফ বিতরন করা হয়েছে৷

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাদিয়া ফাউন্ডেশনের

বরিশাল জেলার (প্রধান জেলা কো-অর্ডিনেটর – মোঃ নাসির উদ্দিন শাহ্‌)
(সহকারী জেলা কো-অর্ডিনেটর – এইচ এম আবু ইউসুফ)
(ভোলা জেলার প্রধান – মোঃ রবিউল ইসলাম)
এবং আরো অন্য সদস্যগন৷

আপনারা চাইলে বিনামূল্যে কুরআন শরীফের জন্য আবেদন করতে পারেন হাদিয়া ফাউন্ডেশনের ফেসবুক পেজের মাধ্যমে বা বিস্তারিত জানতে পারেন  01308894192 নাম্বারে কল করে।