বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে ‍স্বজন স্মরণ, ইফতার ও দোয়া অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ years ago

শহীদ ‍আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ‍উদ্যোগে স্বজন স্মরণ ‍ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে প্রেসক্লাব ‍চত্তরে শহীদ ‍আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির ‍উদ্দীন বাবুলের সভাপতিত্বে স্বজন স্মরণ ‍ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় স্বজন স্মরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের মরহ‍ুম সদস্যদের স্মরণ করা হয়। ‍এছাড়া বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ বিরোধী ষড়যন্ত্র সাংবাদিকরা যেন তাদের কলমের মাধ্যমে প্রতিহত করে সেই ‍আশা ব্যাক্ত করে ‍আমন্ত্রিত অতিথীরা।

স্বজন স্মরণ ‍ইফতার ও দোয়া অনুষ্ঠানে ‍উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক ‍আব্দুল্লাহ,বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান,বরিশালের জেলা প্রশাসক জসীম ‍উদ্দীন হায়দার, বরিশাল জেলা ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ‍এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ‍‌ইউনুস,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, শহীদ ‍আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍এস ‍এম জাকির হোসেন সহ বরিশাল প্রেসক্লাবে সকল সদস্য ও সহযোগী সদস্য বৃন্দ।