বরিশাল নগরীকে যানজট মুক্ত করণ, নগর জীবনকে আরো সহজ করণ, ট্রাফিক আইন মানতে চালক, শ্রমিক ও সাধারণ মানুষের মানসিকতা তৈরী সহ এ ধরণে সচেতনতা মূলক কার্যক্রমের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই প্রয়াসে নানান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন তারা।
তারই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে নগরীর গাড়ী চালক, শ্রমিক ও মালিকদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
এতে প্রায় ১২০ জন প্রশিক্ষনার্থী অংশ নিবেন বলে নিশ্চিত করেছে বিএমপি ট্রাফিক বিভাগ।
কর্মসূচী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার । বিশেষ অতিথি থাকবেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল, রূপাতলী বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রশিক্ষণ প্রদান করবেন বিএমপি ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদ।