বরিশালে আপত্তিকর ছবি তুলে ফেসবুকে দেওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

লেখক:
প্রকাশ: ৬ years ago

রাহাদ সুমন,বানারীপাড়া॥বরিশালের বানারীপাড়ায় জোর পূর্বক আপত্তিকর ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় বখাটে রাসেল ও তার ভগ্নিপতি কবির হোসেনকে আটক করেছে পুলিশ। আত্মহত্যা চেষ্টাকারী ওই ছাত্রীর বড় ভাই বিশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মরিচবুনিয়া গ্রামের ইউপি সদস্য সাগর খান জানান তার বোন স্থাণীয় শের-ই-বাংলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে পাশর্^বর্তী বিশারকান্দি গ্রামের ২ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে ও জামভিটা বাজারের কাপড়ের দোকানী রাসেল দীর্ঘদিন ধরে পথে ঘাটে উত্ত্যক্ত করে আসছিলো।চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়ার পূর্বে তার বোন স্বরুপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামে নানা বাড়িতে সালাম করে দোয়া আনতে যাওয়ার পথে রাসেল তার ৫/৬ জন সহযোগী নিয়ে তার পথ রোধ করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক আপত্তিকর ছবি তোলে।

ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাসেল ওই ছাত্রীকে তার সঙ্গে মুঠোফোনে কথা বলতে বাধ্য করে।সম্প্রতি সে কথা বলা বন্ধ করে দিলে রাসেল ক্ষিপ্ত হয়ে ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি ছেড়ে দেয়।এরপর থেকে লজ্জায় ওই ছাত্রী কলেজে যাওয়া বন্ধ করে দেয়। শুক্রবার সন্ধ্যায় বখাটে রাসেলের ভগ্নিপতি কবির হোসেন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার কথামতো একটি বাড়িতে রাসেলের সঙ্গে দেখা না করলে আরও আপত্তিকর ছবি ফেস বুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।এতে ভয়ে ও লজ্জায় ওই ছাত্রী রাত ৮টার দিকে নিজ বাড়ির আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে বাড়ির লোকজন দেখে ফেলায় ওড়না কেটে তাকে অচেতন অবস্থায় নামানো হয়। পরে তাকে পরিবারের লোকজন স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন রাতেই পুলিশ বিশারকান্দিতে অভিযান চালিয়ে বখাটে রাসেল ও কবির হোসেনকে আটক করে।এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান জানান এ ব্যপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।