 শেখ হাসিনা
                                            
                                                শেখ হাসিনা                                            
                                        
যুক্তরাষ্ট্রের ব্যবসা বিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২২ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তালিকায় তিনি ৪২তম অবস্থানে আছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে ফোর্বস বলেছে, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভের পর তিনি চতুর্থ মেয়াদে জয়ী হন, যা তার টানা তৃতীয় মেয়াদও।’
সাময়িকীটি আরও বলেছে, ‘তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির নিশ্চয়তার মতো বিষয়গুলোতে আরও দৃষ্টি দেওয়ার পরিকল্পনা করেছেন। শেখ হাসিনার চলমান সংগ্রাম বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে।’