 
                                            
                                                                                            
                                        
পিরােজপুরে মামুন হােসেন মােল্লা (৪৫) নামের ওয়েস্ট জােন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিডের (ওজােপাডিকাে) একজন লাইনম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ আগস্ট) বিকেলে শহরের রাজারহাট এলাকার ভাড়া বাসার নিজ কক্ষ থেকে পুলিশ ওই লাইনম্যানের মরদেহ উদ্ধার করে।
মামুন হােসেন বরিশাল সদর উপজেলার আমানগঞ্জ এলাকার মৃত শাহজাহান মােল্লার ছেলে।
পিরােজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়েস্ট জােন পাওয়ার ডিস্ট্রিবিউশনের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান, শনিবার (২০ আগস্ট) অফিসের নিয়মিত কাজ শেষে লাইনম্যান মামুন শহরের রাজারহাট বাসায় চলে যায়।
রোববার বিকেলে মামুনের বাসার মালিক সুজন সাহা ও অনিমেষ অফিসে এসে জানান মামুন তার নিজ কক্ষে দরজা বন্ধ করে আছেন। অনেক ডাকাডাকির পরও দরজা খুলছেন না। মােবাইল ফােনও রিসিভ করছেন না। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে বিছানায় মামুনের মরদেহ পড়ে থাকতে দেখেন।
পিরােজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।