#

জন্ম সনদ শিশুর অধিকার বাস্তবায়নে দায়িত্ব সবার এই স্লোগান নিয়ে আজ ৬ অক্টোবর রবিবার সকাল ৯ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, উপজেলা প্রশাসন বরিশাল সদর বরিশালের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন।

সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল, ডাঃ মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌইিদুজ্জামান পাভেল, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ মোয়াজ্জম হোসেন ভূঞাঁ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর, মোঃ মোশারফ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, ডঃ মোঃ নুরুল আলম, জেলা বিশেষ শাখা (ডিএসবি), মোঃ নাইমুল হক, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, সনাক্ত বরিশাল এর সভাপতি ও নারীনেত্রী, অধ্যাপিকা শাহ সাজেদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল ইউনিসেফের প্রতিনিধি, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরীসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে তার তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন