 
                                            
                                                                                            
                                        
রাজধানীর সদরঘাটে পারাবত-১২ লঞ্চের ৩১২ নম্বর কেবিন থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
লঞ্চের কেবিনের কোট রাখার হ্যাঙ্গারে ওই নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রোববার (২৯ আগস্ট) সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরকার গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মো কাইয়ুম আলী সরকার বলেন, ঢাকায় আসার জন্য গত শনিবার রাত ১১টার দিকে বরিশাল থেকে পারাবত-১২ লঞ্চে উঠেন ওই নারী।
পরে রোববার সকালে লঞ্চটি সদরঘাট পৌঁছালে ওই নারী কেবিন থেকে বের হননি। লঞ্চ কর্তৃপক্ষ কেবিনের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাদের খবর দেয়। আমরা গিয়ে কেবিনের দরজা ভেঙে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় পাই।
কোট রাখার হ্যাঙ্গারে ওই নারীর মরদেহ ঝুলছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ওই নারীর মাথায় সিঁদুর ও হাতে শাঁখা দেখে হিন্দু বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নারীর ছোট ব্যাগ থেকে লঞ্চের টিকিট পাওয়া যায়। টিকিটে আনোয়ার হোসেনের নাম ছিল। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।