বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ক্যারিবীয় সুপারস্টার ডোয়াইন ব্রাভো। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আকাশচুম্বী চাহিদা ব্রাভোর। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার সম্প্রতি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে এখনও খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।
এরই অংশ হিসেবে ব্রাভো বিপিএলের এবারের আসর খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ঢাকায় পা রেখে ব্রাভো বলেন, ‘হ্যালো, চ্যাম্পিয়ন এসে গেছে। বিপিএল ২০২২ আসরে খেলতে মুখিয়ে আছি। ফরচুন বরিশালের হয়ে খেলতে আমি এখন ঢাকায়।’
বরিশাল প্লেয়ার্স ড্রাফটের আগেই ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। তবে বিপিএলে খেলার জন্য নিজ দেশের বোর্ড এসএলসি থেকে অনাপত্তিপত্র বা এনওসি পাননি গুনাথিলাকা।
তার বদলি হিসেবে তাই বরিশাল দলে ভেড়ায় ব্রাভোকে। ব্রাভো ছাড়াও বিদেশিদের মধ্যে ক্রিস গেইল, মুজিব উর রহমান, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ, নিরোশান ডিকওয়েলা ও জ্যাকব বেনেডিক্ট লিনটট আছেন বরিশালের স্কোয়াডে।
ব্রাভোর সাথে ঢাকায় এসে পৌঁছেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের আরেক সুপারস্টার সুনীল নারাইন। অভিজ্ঞ এই ক্রিকেটার অষ্টম বিপিএলে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড
সরাসরি চুক্তি
সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে
কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর ও সানজামুল ইসলাম।
ড্রাফটের পর
ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), মুনিম শাহরিয়ার ও জ্যাকব বেনেডিক্ট লিনটট (ইংল্যান্ড)।