গুগল ক্যামেরায় সেলফি ফ্ল্যাশ

লেখক:
প্রকাশ: ৮ years ago

মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ক্যামেরা’য় যোগ হয়েছে সেলফি ফ্ল্যাশ। অ্যাপটির নতুন আপডেটে এ ফিচার নিয়ে এসেছে এ টেক জায়ান্ট।

বর্তমান বাজারে বেশির ভাগ স্মার্টফোনেই সামনে ফ্ল্যাশ নেই। এ কারণে কম আলোতে সেলফি তোলার সুবিধার্থে ক্যামেরা অ্যাপে সফটওয়্যার ফ্ল্যাশ যোগ করেছে গুগল।

সেলফি ফ্ল্যাশ আনা হলেও আপাতত শুধু অ্যান্ড্রয়েড ৭.১.১ চালিত সাম্প্রতিক নেক্সাস ও পিক্সেল ডিভাইসে ব্যবহার করা যাবে এটি। এ ছাড়া হাতেগোনা কয়েকটি দেশে এই আপডেট দিয়েছে প্রতিষ্ঠানটি। সামনের ক্যামেরা ব্যবহার করা সময় গ্রাহক এটি অন বা অটোমেটিক মোডে চালু করতে পারবেন।

শুধু সেলফি ফ্ল্যাশ নয় নতুন আপডেটে ‘ডাবল ট্যাপ টু জুম’ ফিচারও চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারী প্রথমবার ডাবল ট্যাপ করে ৫০ শতাংশ জুম করতে পারবেন। পরবর্তীতে আবারও ডাবল ট্যাপ করে জুম করা যাবে এতে। এর আগে আইফোনে প্রথম সেলফি ফ্ল্যাশ ফিচার যোগ করে অ্যাপল।

আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago