 
                                            
                                                                                            
                                        
মোঃ শাহাজাদা হিরা: গতকাল ১২ মার্চ সোমবার বেলা ১২ টায় বরিশাল ট্যাকসেস বার এসোসিয়েশন এর আয়োজনে কর ভবন এর নিচতলায় বরিশাল ট্যাকসেস বার এসোসিয়েশন এর হল রুমে। কর অঞ্চল বরিশাল এর নবনিযুক্ত কর কমিশনার জনাব মকবুল হোসেন পাইক কে সাদর সংবর্ধনা ও রাজস্ব বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে কর কমিশনার বরিশালকে স্বাগত যানিয়ে ফুলের শুভেচ্ছা প্রদান করেন বরিশাল ট্যাকসেস বার এসোসিয়েশন এর পক্ষ্য থেকে সভাপতি আঃ রব মালেক, সাধারন সম্পাদক আবুল বাসার, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার, আবুল বাসার, উপকর কমিশন হেড কোয়াটার, মেহেদী মাসুদ ফয়সালসহ কর অঞ্চল বরিশালের কর্মকর্তা ও বরিশাল ট্যাকসেস বার এসোসিয়েশনের নবীন ও প্রবীন আইনজীবীগণ উপস্থিত ছিলেন। কর কমিশনার মকবুল হোসেন পাইক বলেন আমি আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে বরিশাল কর অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করে যাবো আপনারা আমাদে কর আদায়ের জন্য সব ধরনের সহযোগিতা করবেন।