কবি বিপ্লব গোস্বামী’র কবিতা “অসহ‍্য গরম”

লেখক:
প্রকাশ: ২ years ago

অসহ‍্য গরম

বিপ্লব গোস্বামী

গ্ৰীষ্মের অসহ‍্য গরমে
ঝরছে দেহের ঘাম।
জ্বলছে খরতাপে
শহর আর গ্ৰাম।

বৃষ্টির নাম নেই
শুধুই তাপদাহ,
তাইতো ভোগছে
রোগে কেহ কেহ।

সবার মুখে মুখে
আয়রে বৃষ্টি আয়।
চারিদিকে হাহাকার
স্বস্তি পাওয়া দায়।