অসহ্য গরম
বিপ্লব গোস্বামী
গ্ৰীষ্মের অসহ্য গরমে ঝরছে দেহের ঘাম। জ্বলছে খরতাপে শহর আর গ্ৰাম।
বৃষ্টির নাম নেই শুধুই তাপদাহ, তাইতো ভোগছে রোগে কেহ কেহ।
সবার মুখে মুখে আয়রে বৃষ্টি আয়। চারিদিকে হাহাকার স্বস্তি পাওয়া দায়।