এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো “ইচ্ছে পূরণ” দিয়ে।

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশন এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো “ইচ্ছে পূরণ” দিয়ে।

অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় দি চেম্বার অফ কমার্স, বরিশাল অফিস কনফারেন্স রুমে, উপস্থিত ছিলেন প্রধান আলোচক প্রিন্স বাহউদ্দীন তালুকদার, উপপরিচালক (অতিরিক্ত) যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল। জহিরুল হক মানিক,সিনিয়র সহ সভাপতি, দি চেম্বার অফ কমার্স। জি এম আতাঁয়ে রাব্বি, পরিচালক দি চেম্বার অফ কমার্স হাফিজুর রহমান হিরা,পরিচালক, দি চেম্বার অফ কমার্স বরিশাল। সভাপতি গাজী রণী শ্রাবণী, প্রেসিডেন্ট এনকেএম এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশনের বরিশাল জেলা প্রতিনিধিরা, আসমা আক্তার, নাজমা আক্তার, সুলতানা রাজিয়া মুন, আবিদা সুলতানা, তামিমা আক্তার ইশা, ইমা আফরোজ, আর টি রাতুল, এন আমিন রাসেল।