
এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশন এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো “ইচ্ছে পূরণ” দিয়ে।
অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় দি চেম্বার অফ কমার্স, বরিশাল অফিস কনফারেন্স রুমে, উপস্থিত ছিলেন প্রধান আলোচক প্রিন্স বাহউদ্দীন তালুকদার, উপপরিচালক (অতিরিক্ত) যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল। জহিরুল হক মানিক,সিনিয়র সহ সভাপতি, দি চেম্বার অফ কমার্স। জি এম আতাঁয়ে রাব্বি, পরিচালক দি চেম্বার অফ কমার্স হাফিজুর রহমান হিরা,পরিচালক, দি চেম্বার অফ কমার্স বরিশাল। সভাপতি গাজী রণী শ্রাবণী, প্রেসিডেন্ট এনকেএম এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনকেএম ই-কমার্স সোসাইটি এন্ড ইয়োথ অর্গানাইজেশনের বরিশাল জেলা প্রতিনিধিরা, আসমা আক্তার, নাজমা আক্তার, সুলতানা রাজিয়া মুন, আবিদা সুলতানা, তামিমা আক্তার ইশা, ইমা আফরোজ, আর টি রাতুল, এন আমিন রাসেল।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নুসরাত দাউদ, আরজু আক্তার, মিরা দাস, আঁখি আল আমিন,বুলা দাস, নাদিয়া হক,সাহিদা হক,নুসরাত হিমেল,ইসরাত জাহান। প্রোগ্রাম এ কেক এবং নাস্তা স্পন্সর করেছেন নুসরাত দাউদ, ইমা আফরোজ, মিরা দাস এবং মাহামুদা আরজু।
প্রিন্স বাহাউদ্দীন বলেন, এনকেএম যুব উন্নয়ন এর অনেক আগে থেকেই যুক্ত, আমাদের বিভিন্ন কার্যক্রম এ তাদের অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। উদ্যোক্তা উন্নয়ন এ তারা যে উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন সর্বদা তাদের পাশে থাকবে এবং সাপোর্ট করবে। সকল যুবরা যুব উন্নয়ন এ আসবেন এবং আমাদের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে সফল আত্মকর্মী হওয়ার আহব্বান রইল।
চেম্বার অফ কমার্স এর সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, বলেছেন, এনকেএম এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, আমরা সবসময় এসএমই উদ্যোক্তাদের পাশে থাকব, তাদের আর্থিক সহযোগিতার জন্য আমরা একটা ফান্ড করার প্লান করেছি, তাতে তাদের থেমে বা ঝিমিয়ে যাওয়া বিজনেস যেন সুন্দর ভাবে পরিচালনা করতে পারে।
চেম্বার অফ কমার্স এর ডিরেক্টর জিএম আতায়ে রাব্বী বলেন, এনকেএম এর সফলতা কামনা করছি, বরিশালে আপডেট চিন্তাধারা নিয়ে আমার দৃস্টিতে তারাই কাজ করছে, চেম্বার অফ কমার্স সবসময় তাদের পাশে থাকবে।
হাফিজুর রহমান হিরা বলেন, এনকেএম একদিকে উদ্যোক্তা উন্নয়ন এ তাদের ই-কমার্স এ দক্ষ করে তুলছে পাশাপাশি অনুদান দেয়ার মত একটা মহতী উদ্যোগও নিয়েছে, এটা আমার কাছে খুবই ভালোলেগেছে, সমাজের সকল স্তরের মানুষ যেন তাদের মত ভাবে তাহলে দেশে উদ্যোক্তা সেক্টরে দারুন কিছু ঘটবে।
গাজী রণী শ্রাবণী বলেন, অফলাইনের উদ্যোক্তাদে অনলাইনে সফল এবং প্রতিষ্ঠিত করার লক্ষেই এনকেএম কাজ করে যাচ্ছে দীর্ঘ আট বছর, কারন বিশ্বে ১৩৭ মিলিয়নের বেশি ইন্টারনেট ইউজার, বিজনেসের জন্য এইটা একটা সম্ভাবনাময় প্লাটফর্ম, এখানে আমরা ঘরে বসেও আমাদের বিজনেসকে ভৌগোলিক গন্ডি পার হয়ে দেশের বাইরেও প্রেজেন্ট করতে পারছি। তাই প্রত্যেক উদ্যোক্তারই ই-কমার্স সেক্টরকে গুরুত্ব দেয়া উচিত।