আফসানা মিমি’র কবিতা “বন্দী ”

লেখক:
প্রকাশ: ৪ years ago

বন্দী
আফসানা মিমি

আমি এক খাঁচায় ভরা পাখি
আমার নাইতো উড়ার ডানা
মুক্ত জীবন হবে নাতো তুমি যেন ছাড়া।
প্রবঞ্চনা জীবন ধারায় সুখ কোথায় পাব
নেইতো পাখা আমার ডানায় কোথায় উড়ে যাব।


নীল গগনের মাঝে আছে অনেক রংয়ের মেলা
ভাসছে তেমন জীবন স্রোতে অগ্নিবীণার খেলা।
মেঘ কালো আকাশেতে হঠাৎ ঝড়ে পরে
জীবন আমার উল্টা পথে চলে গেছে ভেসে
পাইনি খুঁজে কোন নীলাময়ী গগন
যেথায় উড়বো আমি ডানা মেলে।


জীবন মরনের হালভাঙা পথে
বেয়ে চলেছি একলা জীবন তরী।
মোকাবেলা করতে চেয়েছি সাইক্লোন,
টর্নেডোর মতো মাতাল করা হাওয়া
কোন এক গন্তব্য গিয়ে দেখি_
আমার নাইতো উড়ার কোনই ডানা।

—-আফসানা মিমি—-