বন্দী
আফসানা মিমি
আমি এক খাঁচায় ভরা পাখি
আমার নাইতো উড়ার ডানা
মুক্ত জীবন হবে নাতো তুমি যেন ছাড়া।
প্রবঞ্চনা জীবন ধারায় সুখ কোথায় পাব
নেইতো পাখা আমার ডানায় কোথায় উড়ে যাব।
নীল গগনের মাঝে আছে অনেক রংয়ের মেলা
ভাসছে তেমন জীবন স্রোতে অগ্নিবীণার খেলা।
মেঘ কালো আকাশেতে হঠাৎ ঝড়ে পরে
জীবন আমার উল্টা পথে চলে গেছে ভেসে
পাইনি খুঁজে কোন নীলাময়ী গগন
যেথায় উড়বো আমি ডানা মেলে।
জীবন মরনের হালভাঙা পথে
বেয়ে চলেছি একলা জীবন তরী।
মোকাবেলা করতে চেয়েছি সাইক্লোন,
টর্নেডোর মতো মাতাল করা হাওয়া
কোন এক গন্তব্য গিয়ে দেখি_
আমার নাইতো উড়ার কোনই ডানা।
----আফসানা মিমি----
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com