‌বরিশালে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা, অনুমোদনহীন ১৮ পণ্য জব্দ

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালে অনুমোদন বিহিন ওষুধ বিক্রির অপরাধে ডে-নাইট নামক একটি ওষুধের ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠান থেকে অনুমোদন বিহিন ১৮ আইটেমের লক্ষাধিক টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২৪ জুন) বিকাল পৌনে ৬টার দিকে নগরীর সদর রোডের পশ্চিম পাশে মেসার্স ডে-নাইট ফার্মেসীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদ উত্তির্ণ ও অনুমোদন বিহিন ওষুধের বিরুদ্ধে নগরীর সদর রোড এলাকার বেশ কয়েকটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন।

এর মধ্যে ডে-নাইট ফার্মেসীতে অনুমোদন বিহিন ১৮ ধরনের বিপুল পরিমান অবৈধ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসীর সত্ত্বাধিকারী সঞ্জয় দে’কে ১০ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়েছে।

তাছাড়া ওই ১৮ ধরনের অনুমোদন বিহিন অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানকালে বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) এসএম সুলতানুল আরেফিন ও বরিশাল সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক উপস্থিত ছিলেন।