 
                                            
                                                                                            
                                        
টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শ প্রচারক আখ্যাদানকারী এক ব্যক্তিকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। বুধবার এই রায় দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আদনান ওকতার নামের ওই ব্যক্তি টেলিভিশনে সৃষ্টিবাদ ও রক্ষণশীল মূল্যবোধের প্রচারের দাবি করতেন। তার অনুষ্ঠানে প্রচুর মেকআপ দেওয়া স্বল্প পোশাক পরিহিত নারীদের হাজির রাখা হতো।
২০২১ সালে ৬৬ বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি এবং রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধের জন্য এক হাজার ৭৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়। পুনঃবিচারে ইস্তাম্বুলের উচ্চ আদালত যৌন নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগে ওকতারকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেয়। আদালত আরও ১০ জন সন্দেহভাজনকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছে।