 
                                            
                                                                                            
                                        
চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস এর নতুন ছবি ‘চল পালাই’। এটি ব্যতিক্রমধর্মী প্রেমের কাহিনী নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র।
সিনামাটিতে অভিনয় করেছেন, শাহরিয়াজ, শিপন, তমা মির্জা, সাদেক বাচ্চু, রেবেকা, শিমুল খান, জাদু আজাদ ও আহমেদ শরীফসহ আরও অনেকে।
আগামী ৮ ডিসেম্বর মহাসমারোহে সারাদেশব্যপী মুক্তি পেতে যাচ্ছে ‘চল পালাই’। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
নির্মাতা জানান, গত বছরের শুরুতে একটি বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার কমফোর্টেবল জোন রোমান্টিক-কমেডি থেকে বেরিয়ে এসে একটি থ্রিলার সিনেমা বানাব। ‘চল পালাই’ তারই ফসল। বাকিটা ছবি দেখার পর দর্শকরাই ভালো বলতে পারবেন।
‘চল পালাই’ ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। ছবির টাইটেল স্পন্সর ‘আরএফএল অরনেট সিরিজ’ এবং কুলিং পার্টনার ‘আইস এইজ পার্লার’।
আর ছবিটি পরিবেশনা করবে গীতি চিত্রকথা।