৫৩ দিনের বিশ্রাম, যেসব ম্যাচে খেলা হবে না সাকিবের

লেখক:
প্রকাশ: ৩ years ago

শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার অবস্থায় নেই সাকিব আল হাসান। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিশ্রাম চেয়েছিলেন। সাকিবের চাওয়া পূর্ণ করেছে বিসিবি। তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতি দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (৯ মার্চ) এ খবর দিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। আজ থেকে ধরলে আনুষ্ঠানিকভাবে ৫৩ দিনের বিশ্রামে যাচ্ছেন সাকিব। এই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে কেবল দক্ষিণ আফ্রিকা সফর মিস করবেন। দক্ষিণ আফ্রিকায় দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। দুই ফরম্যাটের দলে তাকে রেখে পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট।

মে মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলবে লঙ্কানরা। সবকিছু ঠিক থাকলে এবং সাকিব খেলার ইচ্ছা প্রকাশ করলে হয়তো ওই সিরিজ দিয়ে তাকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে।

১৫ মার্চ শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস আজ সাফ জানিয়েছেন, সবধরনের ক্রিকেট থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। মানে সাকিব খেলতে পারবেন না ঢাকা লিগেও। গতবারের মতো এবারো মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল।

বাংলাদেশের সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল ২০১৭ সালে। সেবারও সাকিব টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তার টেস্ট ক্রিকেটের প্রতি অনাগ্রহের আলোচনাও মূলত শুরু হয়েছিল তখন থেকে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সেই আলোচনা বাঁহাতি অলরাউন্ডার নিজেই তুমুল করে দেন। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেললেও চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। আইপিএলে খেলবেন বলে গত বছর শ্রীলঙ্কায় টেস্ট সফরে যাননি। এ বছরের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন। এবারো লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে থাকছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার।