 
                                            
                                                                                            
                                        
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড সাকিব আল হাসানের দখলে। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পথে সাকিব টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের আসনে বসেছেন। পেছনে ফেলেছেন টিম সাউদিকে।
নামের পাশে ১৩১ উইকেট নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশের অধিনায়ক। ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের স্বাদ পাওয়া সাকিবের উইকেট এখন ১৩৬টি। ১২২ ইনিংসে ২০.৬২ গড় ও ৬.৭৯ ইনোকমিতে এ সাফল্য পেয়েছেন সাকিব। নিউ জিল্যান্ডের টিম সাউদির ১০৫ ইনিংসে উইকেট ১৩৪টি। তাদের পর আছেন রশিদ খান (১২৯), ইশ শোধী (১১৪), লাসিথ মালিঙ্গা (১০৭)।
ক্যারিয়ারের সেরা বোলিংয়ের রেকর্ডের খুব কাছে ছিলেন সাকিব। কিন্তু স্পেলের শেষ বলে ৪ হজম করে নিজের রেকর্ড নিজে ভাঙতে পারেননি। আজ ২২ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে প্রথম ৫ উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবই কেবল দুইবার টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছেন। এছাড়া মোস্তাফিজুর রহমান, ইলিয়াস সানী ও মোসাদ্দেক একবার করে ফাইফারের স্বাদ পেয়েছেন।