৩৬টি ভাষায় প্রায় ৩০ হাজার গান গেয়েছেন লতা মঙ্গেশকর

লেখক:
প্রকাশ: ৩ years ago

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গণে শোকের ছায়া নেমেছে। ভারতে দুদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিংবদন্তী এ সংগীতশিল্পী। তার বয়স হয়েছিল ৯২ বছর।

কোভিডে আক্রান্ত হওয়ার পর গত জানুয়ারি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মৃত্যু বরণ করেন তিনি।

লতা মঙ্গেশকর ছিলেন একজন কিংবদন্তি গায়িকা। ভারতের ৩৬টি ভাষায় গান করেছেন। তার গানের সংখ্যা বিবিসি দাবি করেছে প্রায় ৩০ হাজার। যার মধ্যে শুধু সিনেমাতেই ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি।

বলা হয়ে থাকে ভারতের চলচ্চিত্র জগতের সংগীতকে অনন্য এক মাত্রা এনে দিয়েছিলেন লতা। বলিউডের প্রত্যেক শীর্ষ অভিনেত্রী চাইতেন, চলচ্চিত্রে তাদের গানটি যেন তাকে দিয়ে গাওয়ানো হয়।

‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ বলে আখ্যা পাওয়া লতা মঙ্গেশকর অর্ধশত বছরের দীর্ঘ ক্যারিয়ার পার করেছেন। আমৃত্যু তিনি গানকে আঁকড়ে ধরে ছিলেন। দশকের পর দশকজুড়ে তিনি ছিলেন ভারতের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন সংগীতশিল্পী।