আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মরণোত্তর দান করা মরদেহ গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
শনিবার (২ এপ্রিল) দুপুর ২টায় বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে মরদেহ হস্তান্তর করা হয়। বিএসএমএমইউর পক্ষে মরদেহটি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, এমন একটি মহৎ কাজ করার জন্য হাসান আরিফকে যেন আল্লাহ জান্নাত দান করেন। তিনি জীবিত থাকার অবস্থায় দেশের মানুষের জন্য কাজ করেছেন। মৃত্যুর পরও তার মরদেহের মাধ্যমে দেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করবো। এই বিশেষজ্ঞ চিকিৎসকরা যে সেবা দেবে তা তার জন্য সদকায়ে জারিয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তার এ অবদান চিরস্মরণীয় করে রাখবে।
ভবিষ্যতেও এমন মহৎ কাজে যারা আগ্রহী হবেন তাদের এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
হাসান আরিফের বোন রাবেয়া রওশন তুলি বলেন, আমি আপনাদের সবার কাছে পরিবারের পক্ষে কৃতজ্ঞ। তার মরদেহ সঠিকভাবে, সঠিক জায়গায় পৌঁছাতে সবাই সহযোগিতা করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।
গত শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান হাসান আরিফ। ফুসফুস ও কিডনির নানা জটিলতা নিয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন এই আবৃত্তিশিল্পী।