হংকংয়ের শীর্ষ কর্মকর্তাকে ছাটাই করলো চীন

লেখক:
প্রকাশ: ৫ years ago

হংকংয়ে চীনের লিয়াজু অফিসের শীর্ষ কর্মকর্তা ওয়াং ঝিমিনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এই খবর নিশ্চিত করেছে।

সংবাদ মাধ্যম রয়টার্স দাবি করছে, হংকংয়ে চলমান আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াতে ওয়াং ঝিমিনকে বরখাস্ত করা হয়েছে।

সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গত সাত মাস ধরে গণতন্ত্র ফেরানোর জন্য হংকংয়ে আন্দোলন শুরু হওয়ার পর এটি সবচেয়ে উল্লেখযোগ্য রদবদল।

ওয়াং ঝিমিনের স্থলে হংকংয়ের লিয়াজু অফিসার হিসেবে লুয়ো হুইনিং’র নাম ঘোষণা করেছে চীন। সদ্য নিয়োগ পাওয়া ৬৫ বছর বয়সী লুয়ো হুইনিং চীনের কমিউনিস্ট পার্টির সম্পাদক হিসেবে কাজ করেছে।

প্রসঙ্গত, চীন এবং হংকংয়ের সম্পর্ক লিয়াজু অফিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ২০১৭ সাল থেকেই হংকংয়ে চীনের লিয়াজু অফিসের হিসেবে দায়িত্বরত ছিলেন ওয়াং ঝিমিন।