পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভায় গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান পিপিএম।
আজ সোমবার স্বরূপকাঠি পৌরসভায় পৌর এলাকার বাসিন্দাদের গণটিকা প্রদান কালে তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় তিনি টিকা গ্রহনকারীদের সাথে কথা বলেন এবং টিকা সম্পর্কে তাদের অনুভূতি জানেন।
এর আগে পুলিশ সুপার সাইদুর রহমান উপজেলায় এসে ছারছীনা দরবারের মরহুম পীর শাহ নেছার উদ্দীনের মাজার জিয়ারত করেন।
পৌরসভার গণটিকা পরিদর্শনে এলে পৌরসভার মেয়র মো. গোলাম কবির পুলিশ সুপারকে ফুল দিয়ে স্বাগত জানান।
বিকেল চারটার দিকে আটঘর কুড়িয়ানা বিখ্যাত আপেল পেয়ারা বাগান চারদিকে ঘুরে পরিদর্শন করে দেখে পুলিশ সুপার সাইদুর রহমান মুগ্ধ হন।
সবার উদ্দেশ্যে বলেন সকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাক্স ব্যবহার করতে হবে । সবার আচার-ব্যবহার সুন্দর হতে হবে।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন ,আটঘর কুড়িয়ানা নবনির্বাচিত চেয়ারম্যান বাবু মিঠুন হালদার।
আরো উপস্থিত ছিলেন , সরকারী প্রেসক্লাবের সভাপতি শিশির কর্মকার, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় বিক্রম, সম্মানিত সদস্য সুমন খান, সহ প্রচার সম্পাদক সুমন আহমেদ প্রমূখ।