স্কুল কলেজের সামনে থেকে সিগারেট বিক্রি বন্ধের দাবী

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্ এর পক্ষ থেকে স্কুল কলেজের সামনে থেকে সিগারেট ও তামাক পন্য বিক্রি বন্ধের দাবী জানানো হয় নবাগত জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে। এসময় তার সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তরুন ভিত্তিক এই সংগঠনের সদস্যরা।

যেহেতু ধূমপান ও তামাক নিয়ন্ত্রন আইন এর ৬ এর ক ধারায় বলা আছে, “অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) কোন ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না, অথবা ওই ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরন কাজে নিয়োজিত করবেন না বা করাবেন না। এ বিধান লংঘন করলে পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্তনীয় হবে এবং ওই ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে পর্যায়ক্রমে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডনীয় হবে।”

জেলা প্রশাসককে স্কুল কলেজের সামনে থেকে সিগারেট ও তামাক পন্য বিক্রি বন্ধের দাবী জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দি অডেশাস সভাপতি সাঈদ পান্থ, নির্বাহী সদস্য অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী, হৃদয় সিঙ্গানীয়া, অপরাজিতা দাস চারু, জুয়েল ইসলাম দ্রুব, নীলা বাড়ৈ, সুরাইয়া মিম, সায়বা নাফিজা প্রমুখ।