সোমবার থেকে কর্মবিরতি এমপিও শিক্ষকদের

লেখক:
প্রকাশ: ৪ minutes ago

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের কর্মবিরতি পালনের কর্মসূচি এগিয়ে এনেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হবে।

 

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।

কর্মসূচি এগিয়ে আনার ঘোষণা
রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কর্মবিরতি কর্মসূচি এগিয়ে আনার ঘোষণা দেন।

 

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সোমবারের মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন। তখন তারা মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।

পুলিশি নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি এগিয়ে আনা
আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান দিয়ে ছত্রভঙ্গ এবং লাঠিচার্জ করা হয়। কয়েকজন শিক্ষককে আটক করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এক দিন এগিয়ে এনে সোমবার থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন।