ভারতের জন্য লড়াইতে সবার আগে থাকলেও কখনই শিরোনামে আসে না প্যারামিলিটারি ফোর্স বা আধাসামরিক বাহিনী। কিন্তু আন্তর্জাতিক সীমান্তে পাহারা দেওয়া থেকে শুরু করে গভীর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে লড়াই, সব জায়গাতেই অগ্রণী ভূমিকায় থাকে এই প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ বিএসএফ বা সিআরপিএফ। এবার সেই আধাসামরিক বাহিনীর উন্নয়নের জন্য বিপুল টাকা বরাদ্দ করতে চলেছে মোদি সরকার।
জানা গেছে, আগামী দুই বছরের মধ্যে বিএসএফ বা সিআরপিএফের মত বাহিনীর হাতে উন্নতমানের অস্ত্র, প্রযুক্তি তুলে দিতে ১০৫৪ কোটি টাকা খরচ করতে চলেছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’র উপস্থিতিতে এক উচ্চস্তরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রালয়ের তরফ থেকে আরও জানানো হয়েছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এর আধুনিকীকরণের জন্য ১০৫৪ কোটি টাকা খরচ করছে। এই CAPF-এর আওতায় রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি।
১০৫৪ কোটির এই বাজেটে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মধ্যে অর্ধেক টাকা খরচ করা হবে সিআরপিএফের জন্য। বাকি টাকা খরচ করা হবে বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনএসজি ও অসম রাইফেলসের জন্য।