পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরলেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বরিশাল ১ আসনের সংসদ সদস্য, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পিতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। আজ ১২ অক্টোবর সোমবার দুপুরে তাকে বাসায় নেয়া হয় বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।
এর আগে ৩ অক্টোবর শনিবার দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক চিফ হুইফ আবুল হাসানাত আব্দুল্লাহর লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতাল থেকে জানা গেছে, হাসানাত আব্দুল্লাহ এমপি এখন সম্পুর্ন শংকা মুক্ত।
এদিকে আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থ্যতা কামনায় দক্ষিনাঞ্চল জুড়ে দোয়া মোনাজাত চলছে। নেতাকমী, প্রশাসন থেকে সাধারণ মানুষ তার সুস্থ্যতা কামরায় দোয়া মোনাজাতে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য যে,
বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত বর্তমানে স্কয়ার হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মো. খায়রুল বাশার।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলের পর থেকে সাংসদের শ্বাসকষ্ট শুরু হয়।
“অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমতে শুরু করে। বাসায় অক্সিজেন দেওয়া হয়। এক পর্যায়ে তা নব্বইয়ের নিচে নেমে যায়। পরে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়।