 
                                            
                                                                                            
                                        
সিলেটের টিলাগড় এলাকার শাপলাবাগে জঙ্গি সন্দেহে একটি ভাড়া করা বাসা ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শাপলাবাগের ৪০/এ শাহ ভিলা ঘেরাও করা হয়।
এর আগ রাত সাড়ে ৮টায় নগরীর জালালাবাদ এলাকার ৪৫/১০ লোহানী হাউজে আটক জঙ্গি সানাউল ইসলাম সাদিকে নিয়ে অভিযান চালায় পুলিশ।
অভিযানে বোমা বানানোর সরঞ্জামসহ একটি শক্তিশালী আইইডি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিল আফতাব হোসেন খান।