মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস বিক্রি করায় সাভারের আলী বাবা সুইটসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে থাকা মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস ধ্বংস করা হয়েছে।
শনিবার সাভারের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মোড়কে মূল্য লেখা না থাকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫১ ধারায় আরও চার প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দারুচিনি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, এশিয়ান হাইওয়ে রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, স্বাদ রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা এবং বাংলার শোভা মেগা সপকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। অভিযানে সার্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।