সারাদেশে অভিযানঃ সরকার নির্ধারিত দাম না রাখায় ১৩৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ১২ মাস আগে

পবিত্র রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে। এই বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন সংস্থা।

এর অংশ হিসেবে সোমবার (১৮ মার্চ) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৬টি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৫১টি জেলায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় সারাদেশে ৫৭টি টিম তদারকির মাধ্যমে ১৩৭ প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করে। এসব প্রতিষ্ঠান সরকারের বেঁধে দেওয়া দাম মানছিল না।

বিজ্ঞাপন