গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, খেলাধুলা একটি জাতিকে বিকশিত করে তোলে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি খুবই যত্নবান। প্রধানমন্ত্রীর চেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন আজ সমৃদ্ধ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজটিতে আমি লেখাপড়া করেছি। এ কলেজটি না থাকলে আমার লেখাপড়া হতো কী না জানি না। আমি কলেজটির উন্নয়নে সর্বদা কাজ করে যেতে চাই।
মাটিভাঙ্গা উদয়ন ক্লাবের উদ্যোগে মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে ওই কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালামের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক শিবনাথ সাহা ও শামীম হাসান রুনুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, গণপূর্তর নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আক্তার প্রমুখ।