পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, শ্রীলঙ্কার তিনটি চার্চে ও অভিজাত তিনটি হোটেলে ভয়াবহ হামলার পর বাংলাদেশি ৪ সদস্যের একটি পরিবারের ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু।’
রবিবার দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ হাই কমিশন কলম্বেতে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছে। কোন বাংলাদেশি যদি সেখানে সফর করে থাকেন তারা যেন হাই কমিশনকে জানান। কোন সহযোগিতার প্রয়োজন হলে আমরা সেটা করতে সব সময় প্রস্তুত।’
প্রতিমন্ত্রী বলেন. ‘শ্রীলঙ্কা একটি দীর্ঘ সময় সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পর শান্তি অর্জিত হয়েছিল। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আমরা শ্রীলঙ্কার পাশে আছি, থাকব। এ ধরনের ঘটনা যাতে আর না হয় সেজন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে স্থানীয় সময় রবিবার সকাল ৮ টা ৪৫ সময় তিনটি চার্চে ও অভিজাত তিনটি হোটেলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এ হমলায় ১৫৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে আরো তিন শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।