সহকর্মীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় খুলনা প্রেসক্লাব থেকে শেষ বিদায় নিলেন খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় (৫৫)। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় খুলনার ধর্মসভা মন্দিরে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সুবিরের মরদেহবাহী অ্যাম্বুলেন্স খুলনা প্রেসক্লাবে এসে পৌঁছায়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ খুলনার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা-২ আসনের সংসদ সদস্যের পক্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এস এম শফিকুল আলম মনা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, পূজা উদযাপন পরিষদ, শহীদ জিয়া কলেজ, দৈনিক পূর্বাঞ্চল পরিবার, সময়ের খবর পরিবার, দৈনিক আজকের তথ্যের পরিবার, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, খুলনা টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ভারতের কলকাতার নারায়ণী হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক সুবীর কুমার রায়। আজ দুপুরে রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক সুবির রায় বেশ কয়েকদিন ধরেই ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি ৮/৯ দিন আগে কলকায়তায় যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।