 
                                            
                                                                                            
                                        
শাওন অরন্য। বরিশালের কেডিসি এলাকার রাজ্জাক কলোনীতে ১১-০১-২০২০ তারিখ শনিবার রাত ০৮টায় গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতকাল শুরু। কারো জন্য উপভোগ করার সময় হলেও কারো কারো জীবনে এটা আনন্দের বদলে আনে ভয়ানক কষ্ট। শীতের হাঁড় কাপানো ঠান্ডায় অনেকের জীবন হয়ে পরে মৃত্যুর মুখোমুখি।তাই সমাজের গরীব অসহায় মানুষ ও পথ শিশুদের কিছুটা কষ্ট দূর করার জন্য বীগত বছর গুলোর মত এবারো শীতের কম্বল বিতরণ করার লক্ষ্যে “রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন” এর আয়োজনে ও “লাভ ফর ফ্রেন্ডস” এর সহযোগিতায় বরিশালে ৭৫টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
বরিশালের কেডিসি এলাকার রাজ্জাক কলোনীতে ১১-০১-২০২০ তারিখ শনিবার রাত ০৮টায় এই শীতবস্ত্র বিতরন করা হয়।
এর আগে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বস্তি, কেডিসি,৩০ গোডাউন এলাকায় রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা নিজেরা গিয়ে তাদের সাথে কথা বলে দরিদ্র পরিবার বাছাই করে টোকেন দিয়ে আসে।পরে শনিবার রাতে শীতবস্ত্র বিতরন করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা শাওন অরন্যের সভাপতীত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী বরিশাল মহিলা চেম্বার অফ কমার্সের সভাপতী বিল্কিস আহমেদ লিলি, বিশেষ অতিথী লাভ ফর ফ্রেন্ডসের সভাপতী আরেফিন পারভেজ, তরুন সাংবাদিক ফোরামের সভাপতী মজিবর রহমান নাহিদ, চন্দ্রদীপ এলাকার উন্নয়ন কমিটির সভাপতী রেশমী আক্তার ও সম্পাদক মোঃ আবু কালাম।
এসময় উপস্থিত ছিলেন, আনন্দ টিভির বরিশালের ক্যামেরা পার্সন অপুর্ব বাড়ৈ,ফটোগ্রাফার মাহাবুব শুভ, রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন ও লাভ ফর ফ্রেন্ডসের সদস্য রুমা আখতার,শারমিন খান শাহাজাদী,শান্তা ইসলামম,শামিমা জাহান লতা, কাফি, সোহেল, রুবেল, মিজু,আল আমিন, নুসরাত জাহান, নাজিফা সাদাফ, সাদাফ এরিকা,সুমাইয়া, খুশবো। চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সদস্য লাকি আক্তার,শিল্পী, রাহিমা,রিমা বেগম সহ আরো অনেকে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন খান শাহাজাদী।
প্রধান অতিথি বিলকিস আহমেদ লিলি বলেন, এই শীত বস্ত্র বিতরণ একটি চমৎকার উদ্যোগ। গরীব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে তিনি অনেক আনন্দিত। তিনি সব সময় এই সকল গরীব অসহায় মানুষের পাশে আছেন।
রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা শাওন অরন্য বলেন,আমরা সব সময় গরীব অসহায়দের পাশে আছি। তাই বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে এবারো আমরা দরিদ্র পরিবার গুলির মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য সবার মুখে হাসি সিজন-১০ এর আয়োজন করেছি। সংগঠনের সদস্যরা সবাই মিলে নিজেদের হাত খরচের টাকা দিয়ে এই আয়োজন টি করেছি।
এবার আমরা ৭৫টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। আমাদের রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা অতীতেও দরিদ্রদের পাশে ছিল, এখনো আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।