 
                                            
                                                                                            
                                        
সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রোববার বিকেলে সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথম শপথ নেন। এরপর একে একে শপথ নেন চার নির্বাচন কমিশনার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারকরা ছাড়াও সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শনিবার সিইসি হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেন। একইসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমানকে নিয়োগ দেয়া হয়।
সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবে নতুন কমিশন। সেখানে সিইসি ও ইসিদের বরণ করে নিতে প্রস্তুতি নিয়ে আছে নির্বাচন কমিশন সচিবালয়।
নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘কমিশনের দায়িত্বপ্রাপ্ত সিইসি ও চার ইসি সোমবার ১১টার দিকে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্স রুমে বসবেন। এ সময় তারা পরিচিত হবেন সবার সঙ্গে। দুপুর সাড়ে ১২টার দিকে তারা মিট দ্য প্রেসে মিলিত হবেন।
‘বিকেলে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তারা।