পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবসারপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে তাই খেলাধুলা খুবই প্রয়োজন।
আজ শনিবার (২৫ জানুয়ারী) বিকাল ৩ টার বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল এর আয়োজনে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এস, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা মোঃ মোশারফ হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এডভোকেট মাহবুবুর রহমান মধুসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারি, ফাইনালে অংশগ্রহণকারী উপজেলার টিম ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। গত ২৩ জানুয়ারি বাবুগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা খেলা অনুষ্ঠিত হয়। ৬ টি গ্রুপে তিনদিন প্রথম রাউন্ড সেমিফাইনাল শেষে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় বাকেরগঞ্জ উপজেলা বনাম উজিরপুর উপজেলার মধ্যকার খেলায় উজিরপুর ১-০ গোলে বাকেরগঞ্জ কে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনালে বরিশাল সদর উপজেলা বনাম হিজলা উপজেলার মধ্যকার খেলায় বরিশাল সদর ৩-০ গোলে হিজলা কে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়।
উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপি।
এদিকে আগামি ২৭ তারিখ বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর খেলা অনুষ্ঠিত হবে।