লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রতিমন্ত্রী পলক

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

মা, স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোটকক্ষে প্রবেশ করে ভোট দেন প্রতিমন্ত্রী।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পলক বলেন, সিংড়া আসনে লক্ষাধিক ভোটে জয়লাভ করবে নৌকা।

পলক বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়াবাসীকে যে উন্নয়ন-সুশাসন দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর জন্য সিংড়ার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসছে।‌

তিনি বলেন, আমি ১৫ বছর সিংড়ার মানুষকে উন্নয়ন সেবা ও সুশাসন দেওয়ার চেষ্টা করেছি। আমরা লক্ষাধিক ভোটে নৌকাকে ইনশাল্লাহ বিজয়ী করতে পারব।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম শফিকসহ ৯ জন প্রার্থী।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। আর ভোটকেন্দ্র ১১৮টি।