রাষ্ট্রপতির সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

লেখক:
প্রকাশ: ৩ years ago

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা তুলে দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

রোববার (১৯ জুন) রাতে ঢাকায় অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণকারী ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ শেষে এই উপহার তুলে দেন উপাচার্য।

প্রকাশনাটির নাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীঃ অর্জন ও সম্ভাবনা।

উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, আমি মহামান্য রাষ্ট্রপতিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নিয়েছেন এবং এই প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন।