এক মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রাবেয়া-রোকেয়াকে দেখতে যান তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, চিকিৎসার পর তাদের দু’জনের মাথা আলাদা করা হয়েছে। প্রধানমন্ত্রী তাদের সার্বিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।
এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনে যুক্ত মাথা পৃথক করা হয়। রাবেয়া-রোকেয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিন বছর। তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান শেখ হাসিনা। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।