রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

রাজশাহীতে এক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে জান্নাতুল ওয়াদিয়া মিতু নামের ওই শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়।

মিতু রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাবার নাম মতিউর রহমান। মতিউর রহমান চাঁপাইনবাবগঞ্জের একটি কলেজের অধ্যক্ষ বলে জানা গেছে। পুলিশ জানায়, শনিবার মিতুর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফিরে নিজের ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। পরীক্ষা খারাপ হওয়ায় মিতুর মা তাকে কিছুটা বকাবকি করেন। তবে সন্ধ্যা পর্যন্ত মিতু ঘরের দরজা না খোলায় পরিবারের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘঁটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করেন।

মিতুর লাশ ময়না তদন্ত করা হবে কী না সে ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান। এদিকে মিতুর মৃত্যু সংবাদ পেয়ে সহপাঠি ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।