কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ফাইজারের টিকা উপহার দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উপহারের মোট ১ কোটি ৮৫ লাখ টিকা পেল বাংলাদেশ।
রোববার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় প্রতিশ্রুতির একটি অংশ হিসেবে ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজারের এক বিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র।