যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নদী বন্দর পরিদর্শনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার

লেখক:
প্রকাশ: ৩ years ago

২৮ এপ্রিল শুরু হচ্ছে লঞ্চের স্পেশাল সার্ভিস। লাখ লাখ মানুষ এই পথে দক্ষিণাঞ্চলে ফিরবে। ঘরে ফেরা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

 

গৃহিত পদক্ষেপ পরিদর্শন করেছেন বিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান। বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় বরিশাল নদী বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ কন্ট্রোল রুম পরদির্শন করেন তিনি।

এসময় তিনি লঞ্চঘাট এলাকায় জনসাধারণের নিরাপত্তার সুবিধার্তে স্থাপিত পুলিশ কন্ট্রোলরুম পরিদর্শন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মােঃ আলী আশরাফ
ভুঞা, বিপিএম-বার, বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি, বিএমপি দক্ষিণ বিভাগের অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ সহ লঞ্চটার্মিনাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।